মুরগির কতিপয় গুরুত্বপূর্ণ রোগ
খামারে পালিত মুরগির কতিপয় গুরুত্বপূর্ণ রোগ :-
খামারে লালিত পালিত মুরগির অনেক ধরনের রোগ বালাই আছে; যা খামারিদের খামারিদের সরাসরি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
খামারে লালিত পালিত মুরগির রোগকে বিভিন্ন গ্রুপে শ্রেণী বিন্যাস করা যেতে পারে। এখানে উল্লেক করা যেতে পারে এই রোগ সমূহ সাধারণত লেয়ার মুরগির ক্ষেত্রে বিশেষভাবেগুরুত্বপূর্ণ। যেমন —-
১।ভাইরাল ডিজিজ:-—
ক)মারেক’স ডিজিজ
খ)রাণীক্ষেত ডিজিজ
গ)গামবোরো ডিজিজ
ঘ)ভাইরাল আরথ্রাইটিস
ঙ)এগ ড্রপ সিনড্রম (EDS-76)
চ)ইনফেকশাস ব্রংকাইটিস
ছ)ফাউল পক্স
জ)লিম্ফয়েড লিউকোসিস/এভিয়ান লিউকোসিস
ঝ)ইনক্লুসন বডি হেপাটাইটিস
ঞ)ইনফেকশাস লেরিংগোট্রাকিআইটিস
ট)এভিয়ান এনসেফালোমাইয়েলাইটিস
ঠ)ইনফেকশাস চিকেন এনিমিয়ি
ড)এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
২।ব্যাকটেরিয়াল ডিজিজ:––
ক)অমফ্যালাইটিস
খ)সালমোনেলোসিস
গ)ইনফেকশাস কোরাইজা
ঘ)ক্রোনিক রেসপিরেটরি ডিজিজ (সিআরডি)
ঙ)ক্লসট্রিডিয়াল ইনফেকশন
চ)ফাউল কলেরা
ছ)ফাউল টাইফয়েড
জ)ফাউল প্যারা টাইফয়েড
ঝ)স্ট্যাফাইলোকক্কোসিস
ঞ)স্ট্রেপটোকক্কোসিস
৩।প্রোটোজোয়াল ডিজিজ :––
ক)কক্সিডিওসিস
৪।ফাংগাল ডিজিজ :—
ক)ব্রুডার নিউমোনিয়া (এসপারজিলোসিস)
খ)আফলাটক্সিকোসিস
গ)ওকরাটক্সিকোসিস
ঘ)টি ২ টক্সিন
৫।প্যারাসাইটিক ডিজিজ :–
ক)অন্তঃপরজীবি:যেমন-এসকারিয়াসিস,টেপ ওয়ার্ম,টিক ফিভার ইত্যাদি।
খ)বহিঃপরজীবি:যেমন-টিক,মাইট,উকুন ইত্যাদি
৬।নিউট্রিশনাল ডিজিজ: —-
ক)ভিটামিনের অভাব জনিত রোগ
খ)খনিজ পদার্থের অভাব জনিত রোগ
গ)প্রোটিনের অভাব জনিত রোগ
ঘ)পুষ্টির ভারসম্যহীনতা জনিত রোগ;যেমন-ফ্যাটি লিভার কিডনি সিনড্রম।
৭।অন্যান্য ডিজিজ:–
ক)ক্যানিবালিজম (ঠোকরা ঠুকরি)
খ)পেস্টি ভেন্ট ডিজিজ
গ)ক্রোপ ইমপ্যাকশন
ঘ)কেইজ লেয়ার ফ্যাটিগ
ঙ)ইউট্রাইন প্রল্যাপস
চ)সাডেন ডেথ সিনড্রম
ছ)হিট এন্ড কোল্ড স্ট্রেস জনিত রোগ
জ)হিট স্ট্রোক ইত্যাদি। ।
Everything is very open with a very clear explanation of the challenges. It was definitely informative. Your website is extremely helpful. Thank you for sharing!