উন্নত মানের ঘাস পাকচং -1

পাকচং -1 জাতের ঘাসের।
জমিতে রোপন ও সেচ পদ্ধতি–

কাটিং : লাইন টু লাইন -4 ফুট, কাটিং টু কাটিং – 3 ফুট ।প্রতি গর্তে দুইটি কাটিং কোরোস করে 45 ডিগ্রী কোণে লাগাতে হবে।শীত কালে সেচের ব্যবস্থা থাকা আবশ্যক।

সার প্রয়োগ: প্রতি একরে : গোবর- 15 মেঃ টন,টি এস পি-50 কেজি,এম ও পি-25 কেজি,

ইউরিয়া সার: রোপনের 21 দিন পর50 কেজি, 45 দিন পর পূণরায় মাত্র 5 কেজি।

জমি তৈরি: ভালো ভাবে দুইটি চাষ ও দুইটি মই দিতে হবে।

জমি নির্বাচন: উঁচু জমি যেখানে বৃষ্টি বা সেচের পানি জমে না।

পাকচং -1 জাতের ঘাসের প্রধান বৈশিষ্ট্য হলো সবুজ রসাল মোটা কাণ্ড ও পাতাগুলো খুবই সুস্বাদু।সারা বৎসর জুড়ে এ ঘাসের চাষ ও ফলন সমানভাবে পাওয়া যায়।এ ঘাসের শুষ্ক পদার্থের পরিমাণ 15%।উচ্চ কুরূড -প্রোটিন (16-018%)।একর প্রতি উৎপাদন বছরে 230-250 মেঃ টণ/একর।

প্রথম রোপনের 60 দিন পর এবং পরবর্তীতে45-60 দিনের মধ্যে এ ঘাস কর্তন করা যায়।আর কাটিং বীজের জন্য 90 – 120 দিনের মধ্যে।