বিভিন্ন প্রজাতির পাখির ডিমের সুপ্তিকাল ও অন্যান্য তথ্য

বিভিন্ন প্রজাতির পাখির ডিমের সুপ্তিকাল ও প্রয়েজনীয় হ্যাচিং তাপমাত্রা ,আর্দ্রতা সহ অন্যান্য তথ্য

প্রাচীন কাল থেকেই মানুষ বিভিন্ন ধরণের পাখি পালন বা পোষা পাখি হিসাবে বিভিন্ন প্রজাতির পাখি লালন পালন করে আসছেন। কিছু প্রজাতির পাখি অর্থনৈতিক উন্নয়ন সহ মানুষের পুষ্টি পুরনের উদ্দেশ্যে , কিছু প্রজাতির পাখি শখের পাখি হিসাবে আবার কিছু প্রজাতির পাখি মানুষের চিত্ত বিনোদনের জন্য বিশেষ করে গানের পাখি ও গেইম বার্ড (Singer birds and Game birds) হিসাবে সুদীর্ঘ্যকাল থেকে মানুষের সরাসরি ত্বথ্যাবধায়নে লালিত-পালিত হয়ে আসছে। কিছু পাখি সাফারী পার্কে, চিড়িয়াখানায় ,বাসা বাড়িতে ও কিছু পাখি খামার পদ্ধতিতে মানুষের সরাসরি ত্বথ্যাবধায়নে থেকে লালিত পালিত হচ্ছে। পাখির সংখ্যা বৃদ্ধি করতে হলে পাখির ডিম ফোটাতে হয় । তার জন্য প্রয়োজন হয় কারিগরি প্রযুক্তি , জানতে হয় পাখির আচরন, খাদ্যাভাস,ডিম ফোটানোর কলা কৌশল সহ অনেক কিছুই। নিম্নে কতিপয় পাখির ডিম ফোটানোর জন্য কতোদিন সময় লাগে ,ডিম ফোটাতে কি রকম তাপমাত্রা ও আর্দ্রতা প্রয়োজন হয় তা উল্লেখ করা হয়েছে । যারা সুদীর্ঘকাল থেকে কিংবা নব উদ্যমে আগ্রহী তাদের জানার সুবিধার্থে এ লেখায় স্বল্প পরিসরে তুলে ধরা হলো ; যাতে তারা ন্যুন্যতম
উপকৃত হয়।

যাঁরা এ জাতীয় পাখির সাথে পরিচিত তাঁরা অনেকেই জানেন যে , প্রায় সকল পাখির ডিমের গ্রহণযোগ্য ইনকিউবেটিং তাপমাত্রা (Incubating Temperature) ৯৯.৫- ১০০.০ ডিগ্রি ফারেনহাইট ( ৩৭.৫-৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস) । তবে এটাও ঠিক যে , ইনকিউবেটিং তাপমাত্রার সামান্য কিছু  তারতম্য হয় । কিন্তু তাপমাত্রা যদি  অধিক বেশী বা অধিক কম হয় সেক্ষেত্রে  , ডিমের হ্যাচিং রেট  , বাচ্চার জন্ম সমস্যার কারণ (Cause of birth defect) এমনকি ডিম হ্যাচ (Hatch)  না হওয়ার কারণ সহ ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। হ্যাচিং তাপমাত্রায় কিছু ব্যতিক্রম হলো ইমু ও উট পাখির ডিমের (Eggs of Emu and Ostrich)  মধ্যে। ইমু পাখির ডিমের ক্ষেত্রে , ৯৫.৫-৯৬.৫ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ( ৩৫.৩-৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস )  ও উট পাখির ডিমের ক্ষেত্রে , প্রয়োজনীয় তাপমাত্রা ৯৭.০-৯৮.০ ডিগ্রি ফারেনহাইট ( ৩৬.১-৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস) ।

নিম্নে কয়েকটি
উল্লেখযোগ্য পাখির ডিমের ইনকিউবেশন পিরিয়ড ,প্রয়োজনীয় তাপমাত্রা , আর্দ্রতা ও ডিম নাড়াচাড়া
(
Egg handling) সম্পর্কে একটি তালিকা প্রনয়ন করা হলো –

প্রজাতি (Species) গড় সুপ্তিকাল
(দিনে)Average
Incubation period(days)
তাপমাত্রা ডিগ্রি
ফাঃ (Temperature
–Degree F )
আর্দ্রতা (Humidity) % ডিম নাড়াচাড়া
(Turning
required)
মুরগি (Chicken) ২০-২১ দিন ৯৯.৭ডি.ফাঃ
৯৮.৩ ডি.ফাঃ
৬০%
৭০%
হ্যা (Yes)
না (No)
হাঁস (অন্যান্য
ওয়াটার ফাউল)/Ducks
২৮ দিন ৯৯.৬ডি.ফাঃ ৭০%
৬৫-৭০%
হ্যাঁ (Yes)
না (No)
মাসকোভি (Muscovy) ৩৫ দিন ৯৯.৭ ডি.ফাঃ ৭০%
৭০%
হ্যা (Yes)
না (No)
জাপানিজ কোয়েল
(Japanese
Quails)
১৮ দিন ৯৯.৫ ডি.ফাঃ ৫৫-৬০%
৭০%
হ্যা(Yes)
না(No)
টার্কি (Turkey) ৩০-৩৪ দিন ৯৯.৯ ডি.ফাঃ ৬০-৬৫%
৭০-৭২%
হ্যা (Yes)
না(No)
গিজ/রাজ হাঁস
(Geese)
২৮-৩০ দিন ৯৯.৪ ডি.ফাঃ ৭০%
৭৫%
হ্যা (Yes)
না (No)
সোয়ান (Swan) ৩০-৩৭ দিন ৯৫.৫-৯৬.৫ডি.ফাঃ ২৫-৩৫% Stop
turning 27th day
ইমু (Emu) ৫০-৫৬ দিন ৯৫.৫-৯৬.৫ ডি.ফাঃ ২৫-৩৫% ৪৯তম দিন
উট পাখি (Ostritch) ৩৫-৪৫ দিন ৯৭-৯৮ ডি.ফাঃ ২০-৩০% ৪০তম দিন
রিই (Rea) ৩৫-৪০ দিন ৮৪-৮৬ ডি.ফাঃ ৬৫% ৩৪তম দিন
সিলন (Ceylon) ২০-২১ দিন ৮৪-৮৬ ডি.ফাঃ ৬৫% ১৮ তম দিন
কবুতর (Pegion) ১৭ দিন ৮৪-৮৬ ডি.ফাঃ ৬৫% ১৩ তম দিন
ঘুঘু (Dove) ১৪ দিন ৯৯.৫-১০০ডি.ফাঃ সাধারণ পাখির ন্যায় ১২ তম দিন
ময়ূর পাখি (Pea
fowl-Indian blue)
২৭-২৯ দিন ৮৪-৮৬ডি.ফাঃ ৬৫% ২৫ তম দিন
ময়না পাখি (Mynah bird) ১৪ দিন ৯৫-১০০ডি.ফাঃ সাধারণ পাখির ন্যায় ১২ তম দিন
লাভ বার্ড (Love Bird) ২৩ দিন প্রায় ৩৭.২-৩৭.৫ডি.সে ৬৫% ১৯ তম দিন
প্যারোট(Parrot) ২৮ দিন ৯৫.৫-১০০ডি.ফাঃ সাধারণ পাখির ন্যায় ২৬ তম দিন
কাকাতু (Cockatoo) ২৮-২৯ দিন ৯৫.৫-১০০ডি.ফাঃ সাধারণ পাখির ন্যায় ২৬ তম দিন
ম্যাকাউ (Macaw) ২৮ দিন ৯৯.৫ডি.ফাঃ ২৬ তম দিন
আ্যামাজন(Amazon) ২৮ দিন       – ২৬ তম দিন
ক্যানারি (Canary) ১৪ দিন ৯৯.৫-১০০ডি.ফাঃ ৭০% ১২ তম দিন
কেশোয়ারী (Cassowary) ৪৯-৬৩ দিন ৯৯.৫-১০০ডি.ফাঃ
ফিন্স (Finch) ১৪ দিন ৭২ডি.ফাঃ ৭০-৮০% ১২ তম দিন
ক্রেন (Crane) ৩০ দিন Ambient
Temperature
     – ২৮ তম দিন
হিমালয়ান (Himalayan) ২৮ দিন ৭২ডি.ফাঃ      – ২৬ তম দিন
এলবেট্রস (Albatross)      –
ব্যানটম মুরগি
(Bantam
chicken)
২১ দিন সাধারণ মুরগির
মতোই
     –      –