বাণিজ্যিক ব্রয়লার মুরগি ,সোনালী মুরগি, ককরেল ও লেয়ার মুরগির খাদ্য ফর্মূলা

ক)বাণিজ্যিক লেয়ার মুরগির খাদ্য ফর্মূলা /Feed formulation for Commercial Layer Birds

                        (প্রতি ১০০.০০ কিলোগ্রাম
খাদ্যে )

ক্রমিক নং খাদ্যের উপাদান লেয়ার স্টার্টার
ডায়েট (০১-০৮সপ্তাহ)
লেয়ার গ্রোয়ার
ডায়েট (০৯-২০ সপ্তাহ)
 লেয়ার লেইং ডায়েট(২১সপ্তাহ –কালিং পূর্ব পর্যন্ত
০১ ভূট্টা ৫১.০০কেজি ৫০.০০কেজি ৫৭.০০কেজি
০২ রাইস পলিশ ১৪.৫০কেজি ১৯.০০কেজি ০৫.৫০কেজি
০৩ সয়ামিল ২৬.০০কেজি ২৪.০০কেজি ২০.৫০কেজি
০৪ প্রোটিন ৬০% ০৬.৫০কেজি ০৪.০০কেজি ০৭.৫০কেজি
০৫ ঝিনুক/শামুক/লাইমস্টোন
চূর্ণ
০১.০০কেজি ০১.৫০কেজি ০৮.০০কেজি
০৬ খাদ্য লবণ ০০.৩০কেজি ০০.৫০কেজি ০০.৫০কেজি
০৭ ডিসিপি ০০.৩০কেজি ০০.৫০কেজি ০০.৫০কেজি
০৮ জি এস প্রিমিক্স ০০.২৫কেজি ০০.২৫কেজি     –
০৯ এল প্রিমিক্স     –     – ০০.২৫কেজি
১০ কোলিন ক্লোরাইড ০০.১০কেজি ০০.১০কেজি ০০.১০কেজি
১১  এল-লাইসিন     – ০০.০৫কেজি ০০.০৫কেজি
১২ ডিএল- মিথিওনিন ০০.০৫কেজি ০০.১০কেজি ০০.১৫কেজি
১৩ সয়াবিন তৈল     –     –     –
১৪ সর্বোমোট ১০০.০০কেজি ১০০.০০কেজি ১০০.০০কেজি

ফিড এডিটিভস
(
Feed Additives) :-

ক্রমিক নং উপাদান লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার লেয়ার -লেয়ার
০১ এনজাইম ০০.০৫কেজি ০০.০৫কেজি ০০.০৫কেজি
০২ প্রোবায়োটিক ০০.০৫কেজি ০০.০৫কেজি ০০.০৫কেজি
০৩ ককসিডিওস্ট্যাট ০০.০৩কেজি ০০.০৩কেজি     –
০৪ টক্সিন বাইন্ডার ০০.৩০কেজি ০০.৩০কেজি ০০.৩০কেজি
০৫ সালমোনেলা কিলার ০০.৩০কেজি ০০.৩০কেজি ০০.৩০কেজি
০৬   অন্যান্য     –      –     –

বিঃ দ্রঃ খামারের মুরগির
স্বাস্থ , উৎপাদন , খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য ফর্মূলায় পরিবর্তন করা যেতে পারে। উল্লেখ্য যে , খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহের মধ্যে বিশেষ করে এনজাইম , ককসিডিওস্ট্যাট , প্রোবায়োটিক , টক্সিন বাইন্ডার , সালমোনেলা কিলার , ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক
ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কর্তৃক পরিবর্ধন বা পরিমার্জন করা যেতে পারে।

উপরে উল্লেখিত খাদ্য তালিকায় ০১-০৮ সপ্তাহ পর্যন্ত প্রতি কেজি খাদ্যে
মেটাবলিক এনার্জি (ME) : ২৮১২ কিলোক্যালোরী ,ক্রুড প্রোটিন
(CP%) : ২১ , ক্যালাসয়াম  ( Cal %): ১.২ ,ফসফরাস
(Phos%) : ০.৪৯ । ০৯-২০
সপ্তাহ পর্যন্ত প্রতি কেজি খাদ্যে মেটাবলিক এনার্জি (ME) : ২৮১১ কিলোক্যালোরী
, ক্রুড প্রোটিন (CP%): ১৯ , ক্যালসিয়াম (Cal%): ১ ,ফসফরাস
(Phos%) : ০.৪১ এবং
২১ সপ্তাহ থেকে কালিং পর্যন্ত প্রতি কেজি খাদ্যে মেটাবলিক এনার্জি (ME) : ২৬৫৮ কিলোক্যালোরী
, ক্রুড প্রোটিন (CP%) : ১৮.৮২ , ক্যালসিয়াম (Cal%) : ৩.৫৫ ,ফসফরাস
(Phos%) :০.৪৬ ।

উল্লেখ্য যে, হাতে মেশানো খাদ্য শুস্ক মৌসুমে ৫-৭ দিন ও বৃষ্টি মৌসুমে ৩-৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে । বৃষ্টি মৌসুমে খাদ্য বেশী দিন মজুত রাখলে খাদ্যের মান নষ্ট হবে ও খাদ্যে ছত্রাক জন্মাইলে সে খাদ্য খেয়ে মুরগি আফলাটক্সিকোসিস
রোগে আক্রন্ত হবে। হাতে মেশানোকৃত খাদ্য তৈরী করার সাথে সাথে ভালোভাবে বস্তায় ঢুকিয়ে রাখতে হবে। খাদ্যের বস্তা কখনোই মেঝেতে রাখা যাবে না। খাদ্যের বস্তার নীচে অবশ্যই শুকনো কাঠের মাচার উপরে রাখতে হবে। তবে খাদ্যের বস্তা ঘরের দেওয়াল থেকে এক ফুট ফাঁকা করে রাখতে হবে । ঘরের মেঝে বা দেওয়াল স্পর্শ করে খাদ্যের বস্তা বেশী দিন পরে থাকলে খাদ্যের আর্দ্রতা বেড়ে যাবে ও খাদ্যে ছত্রাক জন্মাবে।

বাণিজ্যিক ব্রয়লার
,ককরেল ও সোনালী মুরগির খাদ্য ফর্মূলা (
Feed
Formulation for Commercial Broiler ,Cockrel and
Sonali Murgi
) :–

ফর্মূলা -০১

গমের চেয়ে ভূট্টার দাম সস্তা হলে (Use the following Formula if Maize is cheaper than Wheat):–

                          ( প্রতি ১০০.০০ কেজি খাদ্যে)

ক্রমিক নং উপাদান স্টার্টার (০-২১দিন) ফিনিশার(২২-বিক্রয়
কাল)
০১ ভূট্টা ৫৪.১৬কেজি ৬১.২৫কেজি
০২ সয়া মিল ১৯.৯৩কেজি ০৯.১৩কেজি
০৩ তিলের খৈল ১০.০০কেজি ১০.০০কেজি
০৪ রাইস পলিশ     – ০৯.৫১কেজি
০৫ গম ভাঙ্গা ০৭.৫১কেজি     –
০৬ ঝিণুক চূর্ণ ০০.৭৭কেজি ০২.৩০কেজি
০৭ খাদ্য লবণ ০০.০৩কেজি ০০.০৩কেজি
০৮ এল-লাইসিন ০০.০৭কেজি ০০.১৭কেজি
০৯ ডিএল-মিথিওনিন ০০.০৪কেজি ০০.১১কেজি
১০ প্রোটিন ৬০% ০৭.৫০কেজি ০৭.৫০কেজি
১১ মোট ১০০.০০কেজি ১০০.০০কেজি

ফর্মূলা -২

ভূট্টার চেয়ে
গমের দাম সস্তা (
Use
the Following Formula if Wheat is chpear than Maize
):–

                            ( প্রতি ১০০.০০কেজি খাদ্যে
)

ক্রমিক নং উপাদান স্টার্টার (০-২১দিন) ফিনিশার(২২-বিক্রয়
কাল)
০১ ভূট্টা ৫১.৭২কেজি ৪১.৬৭কেজি
০২ সয়া মিল ১৯.৬০কেজি ০৬.৪১কেজি
০৩ তিলের খৈল ১০.০০কেজি ১০.০০কেজি
০৪ রাইস পলিশ ০০.৩০কেজি ১১.৯৯কেজি
০৫ গম ভাঙ্গা ১০.০০কেজি ২০.০০কেজি
০৬ ঝিণুক চূর্ণ ০০.৭৫কেজি ০২.১৪কেজি
০৭ খাদ্য লবণ ০০.০৩কেজি ০০.০১কেজি
০৮ এল-লাইসিন ০০.০৭কেজি ০০.১৮কেজি
০৯ ডিএল-মিথিওনিন ০০.০৪কেজি ০০.১১কেজি
১০ প্রোটিন ৬০% ০৭.৫০কেজি ০৭.৫০কেজি
১১ মোট ১০০.০০কেজি ১০০.০০কেজি

বিঃদঃ উপরে উল্লেখিত-

খাদ্য ফর্মূলায় ভিটামিন-মিনারেল প্রিমিক্স , এনজাইম ,টক্সিন বাইন্ডার
,প্রোবায়োটিক পরিমান মতো মৌসুম অনুযায়ী প্রয়োগ করতে হবে।

 খাদ্য ফর্মূলা-১

স্টার্টার খাদ্যে মেটাবলিক এনার্জি (ME) :২৯০০ কিলোক্যালোরী
ক্রুড প্রোটিন (CP%): ২২.৬৬
ফিনিশার খাদ্যে মেটাবলিক এনার্জি (ME):২৯০০কিলোক্যালোরী,
ক্রুড প্রোটিন (CP%) :১৮.৭৫

খাদ্য ফর্মূলা-২
স্টার্টার খাদ্যে মেটাবলিক এনার্জি (ME):২৯০০কিলোক্যালোরী
ক্রুড প্রোটিন (CP%):২২.৬৬
ফিনিশার খাদ্যে মেটাবলিক এনার্জি (ME): ২৯০০ কিলোক্যালোরী,
ক্রুড প্রেটিন (CP%): ১৮.৭৫