হাঁসের রোগ সমূহ

হাঁসের রোগ সমূহ (Diseases of Duck)

অর্থনৈতিক ও মানব স্বাস্থ্যের প্রোটিনের চাহিদা পুরনে হাঁসের মাংস,ডিম ও পালক মানব জীবনের সাথে বাণিজ্যিকভাবে হাঁস পালন অতি প্রাচীনকাল থেকে ঐতিহ্যের অংশ হিসেবে আজ পর্যন্ত বহমান রয়েছে এবং আগামীতেও সমাজে তা চলমান থাকবে। কারণ সারা পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধিতে একদিকে যেমন মানুষের ব্যাপক কর্মসংস্থানের প্রয়োজন ;ঠিক তেমনি বৃহত্তর জনগোষ্ঠির জন্য দরকার প্রোটিনের।  তাই অন্যান্য দেশের ন্যায় নদীমার্তৃক বাংলাদেশের বিল-ঝিল,হাওড়-বাওড় , পুকুর ,নদ-নদীতে হাঁস পালন দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ।

হাঁস পালনে নানা ধরণের বিপত্তিও আছে । হাঁস পালনে খামারিদের যথাযথ প্রশিক্ষণের অভাব ,পুজির ঘাটতি,হাঁস খামার স্থাপনের জন্য উপযুক্ত জমির অভাব,অনেক রোগের ভ্যাকসিনের অপ্রতুল্যতা । এসব বাধা অতিক্রমে সরকারী- বেসরকারী পর্যায়ের সহযোগিতা একান্ত কাম্য । মুরগির ন্যায় হাঁসের এতোবেশি রোগ নেই । তাই হাঁস পালন মুরগির চেয়ে বেশ সুবিধাজনক ।  অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হাঁসের  রোগ সমূহের মধ্যে  —

ক) ব্যাকটেরিয়াল ডিজিজ  (Bacterial Diseases) —

* সালমোনেলোসিস ,

* কলিব্যাসিলোসিস,

* ডাক কলেরা রোগ,

* বটুলিজম ,

* স্ট্রেপটোক্কাল ইনফেকশন ,

* রাইমেরেলা এনাটিপেস্টিফার (Riemerella anatipestifer) ,

* মাইকোপ্লাজমোসিস ,

খ) ভাইরাল ডিজিজ (Viral Diseases) —

* ডাক প্লেগ রোগ ,

* ডাক ভাইরাস হেপাটাইটিস ,

* এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ,

* রাণীক্ষেত রোগ বা নিউক্যাসল ডিজিজ  (Newcastle Disease) ,

গ) ফাংগাল ডিজিজ (Fungal Diseases) —

* এসপারজিলোসিস ,

* আফলাটক্সিকোসিস

ঘ) প্যারাসাইটিক ডিজিজ (Parasitic Diseases) —

* গ্যাপ ওয়ার্ম ,

* রাউন্ড ওয়ার্ম- এ্যাসকারিয়াসিস,

* গিজার্ড ওয়ার্ম ,

* ফিতাকৃমি বা টেপওয়ার্ম ,

* সিকালওয়ার্ম (Caecal Worm) ,

ঙ) প্রোটোজোয়ান ডিজিজ (Protozoan Diseases) –

* ককসিডিওসিস বা রক্ত আমাশয় ,

* ক্রিপ্টোস্পোরিডিওসিস (Cryptosporidiosis) ,

* রেনাল ককসিডিওসিস (Renal Cocciodiosis) ,

চ) ভিটামিন – মিনারেলের অভাবজনিত রোগ (Vitamin and Minerals Deficiencies) —

* ভিটামিন বি১ বা থায়ামিন ডিফিসিয়েন্সি ,

*  ভিটামিন বি২ বা রিবোফ্লাভিন ডিফিসিয়েন্সি ,

* ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ,

* ভিটামিন ই ডিফিসিয়েন্সি ,

* ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল ডিফিসিয়েন্সি ।

ছ) পয়জনিং (Poisoning) –

* ক্যাস্টর বিন পয়জনিং (Castor bean poisoning) ,

* র‌্যাপসিড মিল পয়জনিং (Rapeseed meal poisoning) ,

* ইনস্টেটিসাইডস (Insecticides) ,

* রডেন্টিসাইডস (Rodenticides) ,

* সিসা পয়জনিং (Lead poisoning) ,

এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে হাঁস খামারিকে খামার ব্যবস্থাপনা সংক্রান্ত উপযুক্ত ধারনা থাকতে হবে। উপযুক্ত স্থানে খামার স্থাপন ,খামারে উপযুক্ত বায়ু প্রবাহ ব্যবস্থা , খাদ্য-পানি ও আলোকদান কর্মসুচি,খাদ্য সংরক্ষণ, হাঁসকে খাদ্য সরবরাহ দেওয়া সম্পর্কে সঠিক ধারনা ,হাঁসের স্নানের জন্য পরিস্কার পানির ব্যবস্থা করা, উপযুক্ত সময়ে উপযুক্ত ও মানসম্মত ভ্যাকসিন প্রদান ,কৃমিনাশক সেবন করানো সহ সঠিক সময়ে সঠিক তদারকি করা, বন্য প্রাণি ও বন্য পাখি বিশেষ করে চিল,ঈগলের আক্রমণ থেকে হাঁসকে রক্ষা করা ।